দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু


প্রকাশিত: ০৯:৩৪ এএম, ১৯ মার্চ ২০১৬

দিনাজপুরের বিরলে সড়ক দুর্ঘটনায় সঞ্জয় চন্দ্র রায় সজিব (১৪) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন প্রশান্ত চন্দ্র (১৪) এবং গৌরাঙ্গ চন্দ্র নামে আরও দুই ছাত্র।

শনিবার সকাল সোয়া ৯ টায় বিরল-কালিয়াগঞ্জ পাকা রাস্তার জগতপুর খাল লোলিয়া ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।

সঞ্জয় চন্দ্র রায় সজিব উপজেলার ধামইড় ইউনিয়নের শুকদেবপুর গ্রামের ভ্যান চালক সুবল চন্দ্র রায়ের ছেলে এবং আহত প্রশান্ত চন্দ্র একই গ্রামের ধনেশ্বর চন্দ্র রায়ের ছেলে ও গৌরাঙ্গ চন্দ্র একই এলাকার খৈলতৈড় গ্রামের অবিনাশ চন্দ্র রায়ের ছেলে।

স্থানীয় সুবল রায় জানান, শনিবার সকাল সোয়া ৯ টার দিকে বিরল সদর ইউপির সাবইল এসআর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেনীর ছাত্র সঞ্জয় চন্দ্র রায় সজিব, প্রশান্ত চন্দ্র এবং গৌরাঙ্গ চন্দ্র একটি মটরসাইকেলযোগে একই স্কুলের সহকারী শিক্ষক রাণীপুকুর ইউপির জগতপুর টিক্রিপাড়াস্ত মোক্তার হোসেনের বাড়িতে প্রাইভেট পড়তে যায়। প্রাইভেট শেষ করে ফেরার পথে বিরল-কালিয়াগঞ্জ পাকা রাস্তার জগতপুর খাল লোলিয়া নামক স্থানের ব্রিজের কাছে পৌঁছলে মটরসাইকেল চালক গৌরাঙ্গ হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে মটরসাইকেলটি রাস্তার পাশে থাকা গাছের সাথে ধাক্কা লাগে।

এ সময় এলাকাবাসী গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক সঞ্জয় চন্দ্র রায় সজিবকে মৃত ঘোষণা করেন। পরে অবস্থার অবনতি হলে প্রশান্ত চন্দ্র এবং গৌরাঙ্গ চন্দ্রকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বিরল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান সড়ক দুর্ঘটনায় হতাহতের বিষয় নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) দায়ের করা হয়েছে। নিহত সঞ্জয়ের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আব্দুর রাজ্জাক/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।