তালা ভেঙে দোকানে চুরি, ১০ লাখ টাকার মালামাল লুট

উপজেলা প্রতিনিধি
উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০১:৫১ পিএম, ১০ আগস্ট ২০২৩

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বাংলাদেশ এন্টারপ্রাইজ নামের এক দোকানের তালা ভেঙে চুরির ঘটনা ঘটেছে। এসময় প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট হয়েছে বলে অভিযোগ ব্যবসায়ীর।

বুধবার (৯ আগস্ট) দিনগত রাতে মিজমিজি দক্ষিণপাড়া এলাকার ফিরোজ মার্কেটে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বৃহস্পতিবার (১০ আগস্ট) সকালে ভুক্তভোগী ব্যবসায়ী মোহাম্মদ জিতু মাহমুদ বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি অভিযোগ করেছেন।

আরও পড়ুন: সোনারগাঁয়ে র্যাবের ওপর হামলা, ২১ জনের বিরুদ্ধে মামলা

অভিযোগ সূত্রে জানা যায়, ফিরোজ মার্কেটে দোকান ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছিলেন জিতু মাহমুদ। প্রতিদিনের মতো বুধবার দিনগত রাতে তিনি দোকান বন্ধ করে বাসায় চলে যায়। বৃহস্পতিবার সকালে দোকান খুলতে গিয়ে দেখেন দোকানের সবগুলো তালা ভাঙ্গা এবং ৩০০ চালের বস্তা (আনুমানিক দাম ৯ লাখ টাকা), সাত কার্টুন সয়াবিন তেলসহ (২১ হাজার টাকা) অন্যান্য মালামাল চুরি হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করে জানান, এই ঘটনায় থানায় একটি অভিযোগ হয়েছে। জড়িতদের আটকের চেষ্টা চলছে।

রাশেদুল ইসলাম রাজু/জেএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।