হস্তান্তরের আগেই দখলে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ময়মনসিংহ
প্রকাশিত: ০৮:৫৩ পিএম, ১৭ আগস্ট ২০২৩

ময়মনসিংহের ফুলবাড়িয়ার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হস্তান্তরের আগেই অবৈধভাবে কক্ষ ভাড়া দেওয়ার ঘটনা ঘটেছে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিযান চালিয়ে কক্ষগুলোতে তালা লাগিয়ে দিয়েছেন।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহা. নাহিদুল করিম মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় তিনটি ল্যাপটপ, দুটি ডেস্কটপ, দুটি ফাইল কেবিনেট, ৪০টি চেয়ার ও ৮টি টেবিল জব্দ করা হয়।

সূত্র জানায়, স্থানীয় প্রভাবশালী মহল মুক্তিযোদ্ধা কমপ্লেক্সটি হস্তান্তর হওয়ার আগেই প্রথম ও দ্বিতীয় তলায় ‘প্রযুক্তি একাডেমি’ কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র, উত্তরা সেভিংস অ্যান্ড ক্রেডিট কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড, আমেরিকান লাইফ ইন্স্যুরেন্স ‘মেটলাইফ’, মডার্ন ফুডসহ ৫টি প্রতিষ্ঠানের কাছে অবৈধভাবে ভাড়া দিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছিল বলে অভিযোগ ওঠে।

এ বিষয়ে ফুলবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহা. নাহিদুল করিম বলেন, সম্প্রতি স্থানীয় একটি প্রভাবশালী মহল কমপ্লেক্সের ৫টি কক্ষ ভাড়া দেয়। এমন খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করতে যাই। তবে অভিযানের খবরে দখলদাররা আগেই তালা দিয়ে পালিয়ে যান। পরে পাঁচটি কক্ষের তালা ভেঙে তিনটি ল্যাপটপ, দুটি ডেস্কটপ, দুটি ফাইল কেবিনেট, ৪০টি চেয়ার ও ৮টি টেবিল জব্দ করা হয়। ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

মঞ্জুরুল ইসলাম/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।