অন্যের বিকাশ নম্বরে মায়ের চিকিৎসার টাকা, উদ্ধার করে দিলো পুলিশ
অসুস্থ মায়ের চিকিৎসার জন্য সৌদি আরব থেকে ২৬ হাজার ২৫০ টাকা পাঠিয়েছিলেন এক প্রবাসী। সেই টাকা চলে যায় আরেকজনের বিকাশ নম্বরে। পরে সে টাকা উদ্ধার করে ওই প্রবাসীর ভাইয়ের হাতে তুলে দিয়েছে রাজবাড়ী জেলা পুলিশ।
রোববার (২০ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে জেলা পুলিশ সুপার কার্যালয়ে ওই প্রবাসীর ভাই মিন্টু মণ্ডলের হাতে টাকা তুলে দেন পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদ।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইফতেখারুজ্জামান।
পুলিশ জানায়, মায়ের চিকিৎসার জন্য সৌদি আরব থেকে বিকাশে ২৬ হাজার ২৫০ টাকা পাঠান জেলার বালিয়াকান্দি উপজেলার চরঘি কমলার মিন্টু মণ্ডলের এক ভাই। ভুল করে সে টাকা ময়মনসিংহের এক ব্যক্তির কাছে চলে যায়। পরে মিন্টু মণ্ডল ওই নম্বরে যোগাযোগ করলে তিনি নানা টালবাহানা করে ফোন কেটে দেন। কোনো উপায় না পেয়ে মিন্টু সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের একটি গ্রুপে পোস্ট দেন। বিষয়টি জেলা পুলিশ রাজবাড়ীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসে। পরবর্তীসময় প্রযুক্তি ও ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সহায়তায় সেই টাকা উদ্ধার করে মিন্টু মণ্ডলের হাতে তুলে দেওয়া হয়।
আরও পড়ুন: দায়ের কোপ থেকে বাঁচতে ছেলের ধাক্কা, বাবার মৃত্যু
মিন্টু মন্ডল বলেন, আমি ভাবতেই পারিনি যে ফেসবুক স্ট্যাটাস আমলে নিয়ে পুলিশ আমার টাকা উদ্ধার করে দেবে। আসলে রাজবাড়ী জেলা পুলিশ অত্যন্ত মানবিক। এই টাকাটা হারিয়ে মায়ের চিকিৎসা নিয়ে দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলাম। অনেক কৃতজ্ঞতা রাজবাড়ী জেলা পুলিশকে।
রাজবাড়ীর পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদ বলেন, জেলা পুলিশ সবসময় চেষ্টা করে সাধারণ মানুষের বিপদে পাশে থাকার। সে লক্ষ্যেই কাজ করছে রাজবাড়ী পুলিশ। এই ২৬ হাজার ২৫০ টাকা অনেকের কাছে অল্প টাকা হলেও হারিয়ে যাওয়া ব্যক্তির কাছে অনেক কিছু। কারণ টাকাগুলো তার মায়ের চিকিৎসার টাকা।
রুবেলুর রহমান/জেএস/জেআইএম