ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার প্রথম নারী মেয়র নায়ার কবির


প্রকাশিত: ০৬:২৫ পিএম, ২০ মার্চ ২০১৬

প্রথমবারের মতো ব্রাহ্মণবাড়িয়া সদর পৌরসভার নারী মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মিসেস নায়ার কবির। নৌকা প্রতীক নিয়ে ৬০ হাজার ১৬৭ ভোট পেয়ে তিনি মেয়র নির্বাচিত হন।

রোববার রাত সোয়া ৯টার দিকে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং কর্মকর্তা মো. বশিরুল হক ভূইয়া এ ফলাফল ঘোষণা করেন।

ঘোষিত ফলাফল অনুযায়ী আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মিসেস নায়ার কবির নৌকা প্রতীকে পেয়েছেন ৬০ হাজার ১৬৭ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী হাফিজুর রহমান মোল্লা কচি পেয়েছেন সাত হাজার ৩২৮ ভোট। এছাড়াও জাতীয় পার্টির মনোনীত মেয়র প্রার্থী মো. আনিছ খান পেয়েছেন ৭৩৭ ভোট, ইসলামী ঐক্যজোট মনোনীত মেয়র প্রার্থী মাওলানা মো. ইউসুফ ভূইয়া পেয়েছেন ছয় হাজার ৮৭৫ ভোট ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. সিরাজুল ইসলাম ভূইয়া পেয়েছেন এক হাজার ৫৮৬ ভোট।

আজিজুল আলম সঞ্চয়/এআরএ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।