প্রতিবন্ধীদের নিয়ে ছাত্রলীগ নেতার জন্মদিন উদযাপন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক রংপুর
প্রকাশিত: ০৫:৫০ পিএম, ২৩ আগস্ট ২০২৩

রংপুরে শতাধিক প্রতিবন্ধী শিশু নিয়ে নিজের জন্মদিন উদযাপন করেছেন জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাব্বির আহমেদ।

বুধবার (২৩ আগস্ট) সকাল থেকে বিকেল পর্যন্ত প্রতিবন্ধীদের নিয়ে বিনোদন কেন্দ্রে সময় কাটান তিনি। বিভিন্ন রাইডে প্রতিবন্ধী শিশুদের উঠানো, উন্নত খাবার বিতরণ এবং তাদের মাঝে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ সম্পর্কিত বই বিতরণ করেন এই ছাত্রলীগ নেতা।

রংপুর জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাব্বির আহমেদ বলেন, আমি প্রতি বছর আমার জন্মদিন সমাজের সুবিধা বঞ্চিত শিশুদের সঙ্গে উদযাপনের চেষ্টা করে থাকি। তাদের সঙ্গে সময় কাটিয়ে অনেক বেশি আনন্দ পাই।

আরও পড়ুন: শোক দিবসের আলোচনা শেষে মারামারি, ছাত্রলীগের ৮ কর্মী বহিষ্কার

jagonews24

এসময় জেলা আওয়ামী লীগের সদস্য জিন্নাত হোসেন লাভলু, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানিম আহসান চপল, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি পোমেল বড়ুয়া, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হালিমুল হকসহ জেলা ও উপজেলা ছাত্রলীগের নেতারা উপস্থিত ছিলেন।

কলেজ জীবন থেকে ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত হন এস এম সাব্বির আহমেদ। এরপর পর্যায়ক্রমে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি, জেলা ছাত্রলীগের সাহিত্য বিষয়ক সম্পাদক, সাংগঠনিক সম্পাদক এবং গত বছরের জুনে তিনি ছাত্রলীগের রংপুর জেলা শাখার সভাপতি নির্বাচিত হন।

জিতু কবীর/জেএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।