সুগন্ধা নদীতে তেলবাহী জাহাজের ধাক্কায় ট্রলারডুবি, আহত ৬

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১২:৫৮ এএম, ২৭ আগস্ট ২০২৩

ঝালকাঠির সুগন্ধা নদীতে তেলবাহী জাহাজের ধাক্কায় মাটিকাটার ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এতে ট্রলারে থাকা ৬ শ্রমিককে আহতাবস্থায় উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে দুজনের গুরুতর আহত হয়েছেন।

আহত শ্রমিকরা হলেন, বরগুনার আমতলী উপজেলার মানিক হোসেনের ছেলে সাইফুল ইসলাম (২৫), মোসলেম মালের ছেলে মো. জাকির মাল (৪৫), তালতলী উপজেলার আব্দুর রহিম মোল্লার ছেলে মো. হাসান মোল্লা (২৭), তৈয়ব আলী জোমাদ্দারের ছেলে নিজাম জোমাদ্দার (৪০), আব্দুর রাজ্জাকের ছেলে মাসুম (২৫) ও নোয়াখালীর হাতিয়া এলাকার জাহাঙ্গীর হোসেনের ছেলে রাসেল (২৪)।

শনিবার (২৬ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে সুগন্ধা নদীতে লঞ্চঘাট এলাকায় এ ঘটনায় ঘটে। ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দীন সরকার বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

ওসি নাসির উদ্দীন সরকার বলেন, ট্রলারটি মাটিবোঝাই করে একটি ব্রিক ফিল্ডে নিয়ে যাচ্ছিল। হঠাৎ ট্রলারের ইঞ্জিনে সমস্যা দেখা দিলে শ্রমিকরা ঠিক করছিল। এসময় পেছন থেকে একটি তেলবাহী জাহাজে ধাক্কা দিলে ট্রলারটি ডুবে যায়। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা আহত শ্রমিকদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি নিয়ে যান।

আতিকুর রহমান/এমএএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।