২৭ ঘণ্টা পর পদ্মায় ভেসে উঠলো নিখোঁজ কৃষকের মরদেহ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ০২:২৯ পিএম, ০৫ সেপ্টেম্বর ২০২৩

রাজবাড়ীতে পদ্মায় নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ কৃষক কুদ্দুস মণ্ডলের (৫৮) মরদেহ ২৭ ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবরি দল।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় পাংশার হাবাসপুর থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে চরআফড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। কুদ্দুস মণ্ডল হাবাসপুর ইউনিয়নের চরপাড়া গ্রামের মো. উজির মণ্ডলের ছেলে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সোমবার সকালে হাবাসপুর খেয়া ঘাট থেকে কুদ্দুস মণ্ডলসহ একদল জন কৃষক নৌকা নিয়ে পদ্মার চরে কাজে যাচ্ছিল। মাঝ নদীতে গেলে ঢেউয়ে নৌকাটি ডুবে যায়। তখন সবাই সাঁতরে পাড়ে উঠতে পারলেও কুদ্দুস মণ্ডল ডুবে যান। খবর পেয়ে পাংশা ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজ কৃষককে উদ্ধারের অভিযান চালায়। তবে তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

আরও পড়ুন: পদ্মায় নৌকাডুবে কৃষক নিখোঁজ

মঙ্গলবার দুপুরে নৌকা ডুবির স্থান থেকে তিন কিলোমিটার দূরে তার মরদেহটি ভেসে উঠে। পরে ফায়ার সার্ভিসের ডুবরি দল উদ্ধার করে পাড়ে নিয়ে আসে।

পাংশা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. রয়েন আহম্মেদ নিখোঁজ কৃষক উদ্ধারের সত্যতা নিশ্চিত করেন।

রুবেলুর রহমান/জেএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।