রাজবাড়ীতে বালুচাপায় ভেকু চালকসহ নিহত ৩
রাজবাড়ী সদর উপজেলায় বালুচাপায় ভেকু চালকসহ তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে মিজানপুর ইউনিয়নের জৌকুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মিজানপুরের দয়ালনগরের বালু চাতালের মালিক হান্নান শেখের ভাই রহিম শেখ (৫০), জৌকুড়ার আনসার শেখের ছেলে এক্সকাভেটর (ভেকু) চালক মারুফ শেখ (২২) ও অজ্ঞাত ট্রাকের হেলপার।
আরও পড়ুন>> বিদ্যুতের তারে ঝুলছিল রংমিস্ত্রির মরদেহ
মিজানপুর ২নং ওয়ার্ড সদস্য ফয়সাল আহম্মেদ চান্দু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জৌকুড়া ঘাট এলাকার জনৈক সিদ্দিকের বাড়ির পাশে ব্যবসায়ী হান্নানের বালুর চাতালে ভেকু দিয়ে ট্রাকে বালু ভর্তির কাজ চলছিল। এসময় হঠাৎ বালুর স্তূপের ওপর থেকে বালুসহ ভেকু মেশিন ট্রাকের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই আব্দুর রহিম, মারুফ ও ট্রাকের হেলপার নিহত হন।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
রুবেলুর রহমান/ইএ