অস্ত্র দেখিয়ে চাঁদাবাজি করতেন তারা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ০৬:১০ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০২৩

রাজবাড়ীতে একটি দেশীয় ওয়ান শুটারগান ও এক রাউন্ড তাজা গুলিসহ দুই চাঁদাবাজকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) রাতে তাদের গ্রেফতার করা হয়।

শনিবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে রাজবাড়ীর পুলিশ সুপার জি.এম. আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতাররা হলেন- কুষ্টিয়া খোকশার শিমুলিয়া ইউপির বসোয়া পশ্চিমপাড়ার মিন্টু ওরফে মন্টু শেখের ছেলে জাহাঙ্গীর শেখ (২১) ও একই উপজেলার ওসমানপুর ইউপির শ্রীপুরের মৃত দুলাল শেখের ছেলে আশরাফ ওরফে আশরাফুল শেখ (৪২)।

আরও পড়ুন: কুমিল্লায় দেশীয় অস্ত্র-ইয়াবাসহ যুবক গ্রেফতার

রাজবাড়ীর পুলিশ সুপার জি.এম. আবুল কালাম আজাদ বলেন, রাজবাড়ীর মানুষ অত্যন্ত শান্তিপ্রিয়। এ জেলায় কোনো অস্ত্রধারী, সন্ত্রাস ও চাঁদাবাজের স্থান হবে না। এছাড়া এরা যতই প্রভাবশালী হোক না কেন, সবাইকে আইনের আওতায় আনা হবে। এরই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে পাংশার বসা কুষ্টিয়া এলাকা থেকে দুজনকে অস্ত্র-গুলিসহ গ্রেফতার করা হয়েছে। তারা এসব অস্ত্র দিয়ে ভয়ভীতি ও হুমকি-ধমকি দিয়ে চাঁদাবাজি করতো। পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।

রুবেলুর রহমান/জেএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।