স্ত্রীর পরকীয়া প্রেমিককে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক রংপুর
প্রকাশিত: ০৩:৫০ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০২৩
ফাইল ছবি

রংপুরের পীরগঞ্জে পরকীয়া প্রেমের জেরে মোস্তাফিজুর রহমান চেংটু (৩৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

রোববার (১৭ সেপ্টেম্বর) রাতে উপজেলার চতরা ইউনিয়নের (ফকিরপাড়া) পুকুরপাড় এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত মোস্তাফিজুর রহমান চেংটু চতরা ইউনিয়নের আগা চতরা (ফকিরপাড়া) গ্রামের মৃত বয়েস প্রধানের ছেলে এবং পেশায় একজন কৃষক।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ৪-৫ বছর ধরে মোস্তাফিজুর রহমান চেংটুর সঙ্গে একই গ্রামের রুস্তম আলীর স্ত্রী রওশন আরা বেগমের প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি নিয়ে রুস্তম আলী সন্দেহ করতেন। এ নিয়ে উভয়ের মধ্যে মাঝে মধ্যেই বাগবিতণ্ডা হতো।

এরই জেরে রোববার রাত ১০টার দিকে চেংটু চতরা বাজার থেকে বাড়ি ফেরার পথে চতরা (ফকিরপাড়া) পুকুরপাড়ের ধারে বটগাছের নিচে পৌঁছালে আগে থেকে সেখানে অবস্থান করা রুস্তম তার হাতে থাকা ছুড়ি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। এ সময় চেংটুর চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে গেলে রুস্তম পালিয়ে যান। পরে আশঙ্কাজনক অবস্থায় চেংটুকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সোয়া ১১টার দিকে মারা যান তিনি।

পীরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম জাগো নিউজকে বলেন, নিহত মোস্তাফিজুর রহমানের ছেলে বাদী হয়ে সোমবার (১৮ সেপ্টেম্বর) মামলা দায়ের করেছেন। ঘটনার পর থেকে রুস্তম পলাতক। তাকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

জিতু কবীর/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।