রাজশাহীতে ঝুম বৃষ্টি, সড়কে হাঁটুপানি
রাজশাহীতে ঝুম বৃষ্টি হয়েছে। রোববার (২৪ সেপ্টেম্বর) শহরে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হয়। এতে শহরের নিচু এলাকাগুলোতে জলাবদ্ধতা তৈরি হয়েছে।
রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারের তথ্য অনুযায়ী, সকাল থেকে ছিটেফোঁটা বৃষ্টি হয়েছে। তবে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত একটানা ঝুম বৃষ্টি হয়। এসময়ে ৪৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বিকেলে ৩৭ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।

নগরীর বর্ণালী মোড় এলাকায় গিয়ে দেখা যায়, প্রধান সড়কটিতে হাঁটুসমান পানি জমেছে। বর্ণালী মোড় থেকে সাহেবাবাজারের দিকে নেমে যাওয়া রাস্তাটিতে একগলা পানি। বর্ণালী মোড় থেকে পূর্বে কাদিরগঞ্জ হয়ে দড়িখড়বোনা-রেলগেট সড়কেও হাঁটুসমান পানি জমে ছিল। এছাড়া নগরীর লক্ষ্মীপুর, উপশহর, ভদ্রাসহ মূল শহরের বাইরের এলাকাগুলোতেও পানি জমে গেছে। এতে চলাচলে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।
রাজশাহী মহিলা কলেজ রাস্তার পথচারী শাহরিয়ার ইমন বলেন, ‘অল্প বৃষ্টি হলে এ জায়গাটি ডুবে যায়। সেখানে আজ সারাদিন ঝুম বৃষ্টি হয়েছে। এখন এ রাস্তা দিয়ে পারাপার হতে গেলে ভিজে যেতে হবে।’

কাছিনগরের ষষ্ঠীতলার প্রেস ব্যবসায়ী ইয়াসিন আলী বলেন, বৃষ্টিতে পুরো রাস্তায় পানি জমে গেছে। কিছু পানি দোকানে ঢুকে পড়েছে।
আবহাওয়া পর্যবেক্ষণাগারের উচ্চ পর্যবেক্ষক রাজীব খান জানান, ২৪ ঘণ্টায় ২২-৪৫ মিলিমিটার বৃষ্টিপাত হলে তাকে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত ধরা হয়। রোববার রাজশাহীতে এরকম বৃষ্টিপাত হয়েছে।
সাখাওয়াত হোসেন/এসআর/জিকেএস