মির্জা আব্বাস
গণমাধ্যমকর্মীদের কোনো স্বাধীনতা নেই, তারা সত্য লিখতে পারছে না
দেশের গণমাধ্যমকর্মীদের স্বাধীনতা নেই, তারা সত্য লিখতে পারছেন না বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) খুলনায় বিএনপির বিভাগীয় রোডমার্চ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
সরকারের উদ্দেশ্যে বিএনপির এ নেতা বলেন, দেশে নির্বাচন করতে হবে। তবে সে নির্বাচন হবে নির্দলীয় সরকারের অধীনে। আপনারা ভয় পান কেন? যে সংবিধানের অধীনে নির্বাচন করে আপনারা ক্ষমতায় এসেছিলেন সেই সংবিধানের অধীনেই নির্বাচনে যাওয়ার চিন্তা করেন। অন্যথায় নির্বাচন হবে না।
তিনি বলেন, দেশে সবার স্বাধীনতা থাকলেও গণমাধ্যমকর্মীদের কোনো স্বাধীনতা নেই। তারা সত্য লিখতে পারছে না।
মির্জা আব্বাস বলেন, দেশের মানুষ তাদের অধিকার ফিরে পাওয়ার সংগ্রাম করছে। এই সরকার কিছু মানুষকে হত্যা করতে পারবে; গুম, খুন, গ্রেফতার করতে পারবে। কিন্তু গণতন্ত্রকামী মানুষের জোয়ার ঠেকাতে পারবে না।
তিনি আরও বলেন, সরকারি পোশাক পরা ভাইয়েরা মনে রাখবেন, এই দেশের মানুষের ট্যাক্সের টাকায় আপনাদের বেতন হয়। আপনার অস্ত্র কেনা হয়। মানুষের কথা না ভেবে সরকারের দালালি করবেন না। সরকার আপনাদের টিস্যুর মতো ব্যবহার করছে।
আলমগীর হান্নান/এমআরআর/এএসএম