এমরান সালেহ প্রিন্স
নিরপেক্ষ রেফারি নিয়ে মাঠে আসেন, খেলায় বিএনপির বিজয় নিশ্চিত

আওয়ামী লীগকে উদ্দেশ করে বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, তারা ফাঁকা মাঠে গোল দিতে মাঠকে অসমতল করে পক্ষপাতদুষ্ট রেফারি নিয়ে খেলতে চান। মাঠ সমতল ও খেলার উপযোগী করে নিরপেক্ষ রেফারি নিয়ে মাঠে আসেন, বিএনপি খেলায় নিশ্চিত বিজয়ী হবে।
বুধবার (২৭ অক্টোবর) বিকেলে রোডমার্চের স্থান পরিদর্শনের সময় তিনি একথা বলেন। রোববার (১ অক্টোবর) রোডমার্চ সফল করতে শম্ভুগঞ্জ, গৌরীপুর, ঈশ্বরগঞ্জে লিফলেট বিতরণ, গণসংযোগ ও নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন বিএনপির এ নেতা।
এমরান সালেহ প্রিন্স বলেন, ‘আওয়ামী লীগ নেতারা জনবিচ্ছিন্ন হয়ে ফাঁকা আওয়াজ দিচ্ছেন, ওনাদের ক্যাপ্টেন আমেরিকা থেকে ফিরলে নাকি ওনারা খেলবেন। তারা যোগ্য প্রতিপক্ষের সঙ্গে খেলতে ভয় পান বলে নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করেছেন। দমন-নিপীড়ন করে বিএনপিকে নির্বাচন থেকে দূরে থাকতে বাধ্য করছেন।’
তিনি বলেন, সরকারের ভোট চুরির ষড়যন্ত্র শুধু দেশবাসীর কাছেই নয়, বিশ্ববাসীর কাছেও ধরা পড়েছে। শুধু ভোট চুরি নয়; সরকারের দুর্নীতি, লুটপাটসহ আইনশৃঙ্খলা বাহিনী, বিচার বিভাগ, গণমাধ্যম, ব্যবসা-বাণিজ্য নিয়ন্ত্রণ ও দলীয়করণও ধরা পড়েছে বলে গণতান্ত্রিক রাষ্ট্রগুলো সোচ্চার হয়েছে।’
এসময় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ডা. মাহবুবুর রহমান লিটন, মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম, উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক জাকির হোসেন বাবলু, আলমগীর মাহমুদ আলম, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।
মঞ্জুরুল ইসলাম/এসআর/জিকেএস