মিরসরাইয়ে চলন্ত ট্রেনের ধাক্কায় প্রাণ গেলো কিশোরের

উপজেলা প্রতিনিধি
উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি মিরসরাই (চট্টগ্রাম)
প্রকাশিত: ০৮:৩৩ এএম, ২৯ সেপ্টেম্বর ২০২৩

চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রেনের ধাক্কায় মেহেদী হাসান রিয়াদ (২০) নামে এক কিশোর নিহত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় পূর্বাঞ্চল রেললাইনের মিরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের দক্ষিণ ওয়াহেদপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মেহেদী ওই এলাকার বাসিন্দা এনামুল হকের ছেলে।

জানা গেছে, সন্ধ্যায় রেললাইন পার হওয়ার সময় অসাবধানতাবশত চট্টগ্রাম থেকে ঢাকাগামী সোনার বাংলা ট্রেনে ধাক্কা খায় এনামুল। ঘটনাস্থলে সে মারা যায়। এরপর আশপাশের লোকজন তার মরদেহ বাড়ি নিয়ে আসে।

ওয়াহেদপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) শাহ আলম জাগো নিউজকে বলেন, সন্ধ্যায় রেললাইন পার হওয়ার সময় সময় ট্রেনের ধাক্কায় আমার গ্রামের এনামুল হকের ছেলে রিয়াদ মারা গেছে। আমি ওই বাড়িতে এসেছি।

রেলওয়ে পুলিশ সীতাকুণ্ড ফাঁড়ির ইনচার্জ আমজাদ হোসেন জাগো নিউজকে বলেন, দক্ষিণ ওয়াহেদপুর এলাকায় ট্রেনের ধাক্কায় রিয়াদ নামে এক কিশোর মারা যাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে যাই। তবে আমরা আসার আগে মরদেহ বাড়ি নিয়ে গেছে। আমি এখন ওই বাড়িতে আছি। ছেলেটির মাথার পেছনের অংশ ও হাত থেঁতলে গেছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।