গ্রামে তালাবদ্ধ ঘর থেকে উদ্ধার মেছো বিড়ালের ৪ ছানা

গাইবান্ধা সদর উপজেলার চাপাদহ গ্রাম থেকে চারটি মেছো বিড়ালের ছানা উদ্ধার করেছে শিক্ষার্থীদের পরিবেশবাদী সংগঠন টিম ফর এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল রিসার্চ (তীর)। পরে ছানাগুলো অবমুক্ত করেন তীরের সদস্যরা।
শনিবার (৩০ সেপ্টেম্বর) সকালে তীর গাইবান্ধা সরকারি কলেজ শাখার সভাপতি মো. জাহিদ রায়হান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, চাপাদহ গ্রামের ব্যবসায়ী পলাশ মিয়ার ভাতিজার একটি ঘর দীর্ঘদিন তালাবদ্ধ ছিল। বাড়ির লোকজন শুক্রবার সন্ধ্যায় ঘরের দরজা খুলে মা ছাড়া মেছো বিড়ালের ছানাগুলো দেখতে পায়। খবর পেয়ে তীরের সদস্যরা রাতেই ছানাগুলো উদ্ধার করে।উদ্ধার কাজে অংশ নেন তীরের গাইবান্ধা সরকারি কলেজ শাখার সাবেক সভাপতি মো. জিসান মাহমুদ, বর্তমান সভাপতি মো. জাহিদ রায়হান, সহ-সভাপতি মো. মোশাররফ হোসেন ও সদস্য মো. সোয়াইব ইসলাম বাঁধন।
আরও পড়ুন: পাচারকারীদের কাছেই দেখা যায় মহাবিপন্ন বনরুই
উদ্ধার করা এসব ছানা কোন প্রজাতির তা নিশ্চিত হতে ছানাগুলোর ছবি ও ভিডিও রাজশাহী বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগে পাঠানো হয়। সেখান থেকে এগুলো মেছো বিড়ালের ছানা বলে নিশ্চিত করা হয়। পরে শুক্রবার রাত ১২টার দিকে চারটি ছানাকে উপযুক্ত পরিবেশে অবমুক্ত করা হয়।
এ বিষয়ে তীরের গাইবান্ধা সরকারি কলেজ শাখার সাবেক সভাপতি মো. জিসান মাহমুদ জাগো নিউজকে বলেন, বিশ্বে প্রাণীর গবেষণা ভিত্তিক কাজ করা প্রতিষ্ঠান আইইউসিএনের তালিকায় মেছো বিড়াল বিপন্ন প্রজাতির অন্তর্ভুক্ত। বাংলাদেশে এরা আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।
তীরের গাইবান্ধা সরকারি কলেজ শাখার সভাপতি মো. জাহিদ রায়হান জাগো নিউজকে বলেন, চোখের সামনে পাখি শিকার করলেও যারা এতো দিন নিরব ছিলেন, তারা আমাদের কাজ দেখে সচেতন হচ্ছেন এবং উদ্ধার কাজে সহযোগিতা করছেন। আমরা সবাইকে সঙ্গে নিয়ে পরিবেশবান্ধব ও জীববৈচিত্র্যময় গাইবান্ধা গড়তে চাই।
শামীম সরকার শাহীন/জেএস/এএসএম