সাতক্ষীরায় নদীতে ডুবে জেলের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০৪:১৯ এএম, ০৬ অক্টোবর ২০২৩
ফাইল ছবি

সাতক্ষীরার সুন্দরবন সংলগ্ন খোলপেটুয়া নদীতে ডুবে আকবার শেখ (৬৫) নামের এক জেলের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) দুপুর ৩টার দিকে শ্যামনগর উপজেলার সুন্দরবন সংলগ্ন কাঠেশ্বর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জেলে আকবার শেখ শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ৯ নম্বর সোরাগ্রামের মৃত ইমান শেখের ছেলে।

স্থানীয়রা জানান, সকালে সুন্দরবনের নদীতে মাছ ধরতে গিয়েছিলেন আকবার শেখ। দুপুরের দিকে আকস্মিক স্ট্রোক করে নদীর মধ্যে পড়ে যান। পরে পাশের নৌকার জেলেরা তাকে উদ্ধার করে তীরে নিয়ে এলে স্থানীয় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জাগো নিউজকে বলেন, স্থানীয়দের কাছ থেকে তিনি বিষয়টি জেনেছেন।

আহসানুর রহমান রাজীব/জেডএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।