মোংলায় বখাটের কিল-ঘুসিতে প্রাণ গেলো ভ্যানচালকের
মোংলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বখাটের কিল-ঘুসিতে ভ্যানচালকের মৃত্যু হয়েছে। বুধবার (২৫ অক্টোবর) শহরের মামারঘাট সংলগ্ন মেরিন ড্রাইভ সড়কে এ ঘটনা ঘটে। আল আমিন শহর তলীর মালগাজী এলাকার সবুর শেখের ছেলে।
মোংলা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. মুশফিকুর রহমান তুষার জানান, দুপুর সাড়ে ১২টার দিকে শহরের মেরিন ড্রাইভ সড়ক দিয়ে মামারঘাটের দিকে ভ্যানচালিয়ে যাচ্ছিলে মো. আল আমিন (৪৫)। তখন ভ্যানের সঙ্গে হেলাল ভূঁইয়া (২৪) নামের এক যুবকের সঙ্গে ধাক্কা লাগে। এসময় বখাটে হেলাল ও ভ্যানচালকের মধ্যে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে হেলাল ভ্যানচালক আল আমিনকে উপর্যুপরি কিল-ঘুসি মারতে থাকেন। এ সময় রাস্তায় লুটিয়ে পড়ে মৃত্যু হয় ওই ভ্যানচালকের।
আরও পড়ুন: বেপরোয়া গতির ট্রাক খাদে, প্রাণ গেলো ভ্যানচালকের
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল কর্মকর্তা প্রকাশ কুমার দাশ বলেন, ঘটনাস্থলে ভ্যানচালক আল আমিনের মৃত্যু হয়। মৃত অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়েছে।
মোংলা পোর্ট পৌরসভা ভ্যান ও রিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এরশাদুজ্জামান সেলিম বলেন, হেলাল ভূঁইয়া একজন বখাটে ও মাদকসেবী। তার বিরুদ্ধে মারামারিসহ একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডের মামলা রয়েছে। আমরা হত্যাকারীর গ্রেফতার ও বিচারের দাবি জানাচ্ছি।
আবু হোসাইন সুমন/আরএইচ/জিকেএস