নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ১১:২২ এএম, ০৮ নভেম্বর ২০২৩

তৃতীয় দফা অবরোধের সমর্থনে মিছিল বের করার সময় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৮ নভেম্বর) সকালে শহরের কেন্দ্রীয় লঞ্চ টার্মিনালের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

স্থানীয়রা জানান, সকালে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু ইউসুফ খান টিপুসহ কয়েকজন উপস্থিত হয়ে মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ টিপুকে গ্রেফতার করে নিয়ে যায়। এসময় তার সঙ্গে থাকা অন্য সবাই পালিয়ে যায়।

আরও পড়ুন: স্বেচ্ছাসেবক লীগ নেতার জ্যাকেটকাণ্ডে এসআই প্রত্যাহার

এ বিষয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত (ওসি) শাহাদাত হোসেন বলেন, কেন্দ্রীয় লঞ্চ টার্মিনালে নাশকতা করার সময় মহানগর বিএনপির সদস্য সচিব টিপুকে গ্রেফতার করা হয়েছে।

মোবাশ্বির শ্রাবণ/জেএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।