দ্বাদশ নির্বাচন

রংপুর-৩ আসনের মনোনয়নপত্র কিনলেন জিএম কাদের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক রংপুর
প্রকাশিত: ০৩:৪৬ পিএম, ২১ নভেম্বর ২০২৩

আসন্ন দ্বাদশ জাতীয় সাংসদ নির্বাচনে রংপুর-৩ (সদর) আসন থেকে জাতীয় পার্টির (জাপা) মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।

মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুরে জেলা নির্বাচন কার্যালয় থেকে তার পক্ষে দলীয় মনোনয়নপত্র কেনেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক আজমল হোসেন লেবু।

এ সময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক ও জেলা জাতীয় পার্টির আহ্বায়ক কমিটির সদস্য শাফিউল ইসলাম শাফী।

মনোনয়নপত্র নেওয়া শেষে আজমল হোসেন লেবু বলেন, জাতীয় পার্টি নির্বাচনমুখী দল। আমাদের মধ্যে কোনো কোন্দল নেই। রংপুর জাতীয় পার্টির ঘাঁটি। কেন্দ্রীয় নির্দেশে আমরা জাপা চেয়ারম্যান জিএম কাদেরের পক্ষে মনোনয়নপত্র নিয়েছি। জাপা চেয়ারম্যানের মনোনয়নপত্র নেওয়ায় আনন্দিত তৃণমূল নেতাকর্মীরা।

রংপুর-৩ আসনে বর্তমান সংসদ সদস্য এরশাদপুত্র ও জিএম কাদেরের ভাতিজা রাহগির আলমাহি সাদ এরশাদ।

জিতু কবীর/এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।