রাজশাহী

রাস্তায় ককটেল ছুড়ে পালালেন বাইকের দুই আরোহী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজশাহী
প্রকাশিত: ০৭:৪৪ পিএম, ২১ নভেম্বর ২০২৩

বিএনপির ডাকা অবরোধের আগের রাতে রাজশাহী নগরীর রেলগেট এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটেছে। মঙ্গলবার (২১ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে কবরস্থানের সামনের রাস্তায় এ বিস্ফোরণ ঘটে।

স্থানীয়রা জানান, কামারুজ্জামান চত্বরের (রেলগেট) কবরস্থানের সামনের রাস্তার ওপর দুজন মোটরসাইকেল আরোহী একটি ককটেল ছুড়ে মারেন। এ সময় বিকট শব্দে সেটি বিস্ফোরিত হয়। পরে তারা পালিয়ে যার। এতে কেউ আহত হননি।

নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন জাগো নিউজকে বলেন, সন্ধ্যায় রেলগেট এলাকায় দুজন লোক একটি বস্তু ছুড়ে মারে। সেটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। তবে এটি ককটেল কি না এখনই বলা সম্ভব নয়। আমরা আলামত সংগ্রহ করছি।

ওসি আরও বলেন, ঘটনার পর থেকেই নগরীর রেলগেট এলাকায় আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন আছে। যান চলাচলও স্বাভাবিক আছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থার প্রস্তুতি চলছে।

সাখাওয়াত হোসেন/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।