লাশবাহী গাড়িতে মিললো ফেনসিডিল, চালকসহ আটক ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৩:৪২ পিএম, ২৩ নভেম্বর ২০২৩

ফরিদপুরে বিশেষ কৌশলে লাশবাহী ফ্রিজিং গাড়িতে বহন করা ১৪৪ বোতল ফেনসিডিলসহ দুজনকে আটক করেছে র‍্যাব। গাড়িটি যশোর থেকে ঢাকার দিকে যাচ্ছিল।

বৃহস্পতিবার(২৩ নভেম্বর) দুপুর ১টার দিকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান র‍্যাব-১০ এর কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার কে এম শাইখ আকতার। বুধবার রাত ১০টার দিকে ফরিদপুর শহরতলির বদরপুরে চেকপোস্ট থেকে তাদের আটক করে র‍্যাব-১০।

আটকরা হলেন- ঢাকার তুরাগ থানার বাউনিয়া এলাকার আব্দুস সবুর (৪৩) ও যশোর সদরের বিরামপুর এলাকার মো. তহিদুল ইসলাম (৩৬)।

র‍্যাবের কর্মকর্তা কে এম শাইখ আকতার জানান, লাশবাহী ফ্রিজিং গাড়িটি চেকপোস্টের সামনে এলে সিগনাল দিয়ে থামানো হয়। গাড়ির চালক আর গাড়িতে বসে থাকা অপর ব্যক্তির নাম ও ঠিকানা এবং গন্তব্যসংক্রান্ত জিজ্ঞাসাবাদ করলে তারা বিভিন্ন ধরনের এলোমেলো কথা বলেন। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তাদের গাড়িতে ফেনসিডিল আছে বলে স্বীকার করেন। এ সময় ডাবল কেবিনযুক্ত লাশবাহী ফ্রিজিং গাড়ির মাঝের কেবিন থেকে একটি প্লাস্টিকের বস্তার মধ্যে রাখা ১৪৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। তবে গাড়িতে কোনো মরদেহ ছিল না।

তিনি আরও জানান, আটকরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন ধরে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে ফেনসিডিলসহ অন্য মাদকদ্রব্য সংগ্রহ করে লাশবাহী ফ্রিজিং গাড়িতে ফরিদপুর ও রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। আটকদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এন কে বি নয়ন/এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।