কুমিল্লার ২ আসনে নতুন মুখ, ৯ আসনে বর্তমানরা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৮:১১ পিএম, ২৬ নভেম্বর ২০২৩

কুমিল্লার ১১ সংসদীয় আসনের মধ্যে দুইটিতে নতুন প্রার্থী দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। তবে অপর ৯টি আসনে বর্তমান এমপিরাই নৌকার মনোনয়ন পেয়েছেন।

রোববার (২৬ নভেম্বর) বিকেলে সংবাদ সম্মেলনে মনোনীত ১১ প্রার্থীর নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এবার কুমিল্লার ১১ আসন থেকে ৮৯ জন মনোনয়ন ফরম জমা দিয়েছেন। মনোনয়ন বোর্ড তাদের মধ্য থেকে নতুন দুইজনকে মনোনিত করেছেন। বাকি ৯টি আসেন পুরাতনদের উপরেই আস্থা রেখেছে দল।

কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনে সুবিদ আলী ভূঁইয়া এমপিকে বাদ দিয়ে কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর এবং কুমিল্লা-৮ (বরুড়া) আসনে নাছিমুল আলম চৌধুরী নজরুলকে বাদ দিয়ে এসকিউ গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা সম্পাদক এ জেড এম শফিউদ্দিন শামীমকে মনোনয়ন দেওয়া হয়েছে।

পুনরায় মনোনয়নপ্রাপ্তরা হলেন, কুমিল্লা-২ (হোমনা-তিতাস) বর্তমান সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরি, কুমিল্লা-৩ (মুরাদনগর) সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন, কুমিল্লা-৪ আসনে বর্তমান সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল, কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে বর্তমান সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল হাসেম খান, কুমিল্লা-৬ (সদর) আসনে বর্তমান সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দীন বাহার, কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে বর্তমান সংসদ সদস্য ডা. প্রাণ গোপাল, কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম, কুমিল্লা-১০ (সদর দক্ষিণ, লালমাই, নাঙ্গলকোট) অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল এবং কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে বর্তমান সংসদ সদস্য মুজিবুল হক মুজিব।

জাহিদ পাটোয়ারী/এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।