তনুর হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন


প্রকাশিত: ০৭:০৭ এএম, ০১ এপ্রিল ২০১৬

কুমিল্লার সংস্কৃতিকর্মী ও কলেজছাত্রী তনুর উপর নির্যাতন ও খুনের প্রতিবাদে এবং দোষীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

ঈশ্বরদী প্রেসক্লাবের উদ্যোগে শুক্রবার এ মানববন্ধন ও সমাবেশের আয়োজন করা হয়।

স্বপন কুমার কুন্ডুর সভাপতিত্বে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন- অধ্যাপক উদয়নাথ লাহেড়ী, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা চান্না মন্ডল, ফজলুর রহমান ফান্টু, সিরাজ উদ্দিন বিশ্বাস, সাংবাদিক আলাউদ্দিন আহমেদ, মাহবুবুল হক দুদু, হাসানুজ্জামান, শিক্ষক সমিতির সভাপতি ফজলুল হক, উন্মুক্ত পাঠাগারের সাধারণ সম্পাদক শহিদুল হক শাহিন, কলেজ টিচার্স ফোরামের সাধারণ সম্পাদক খায়রুল কবির লিটন, ইসমাইল হোসেন, যুবলীগের সাধারণ সম্পাদক শফিউল আলম বিশ্বাস, খেলাঘরের উপদেষ্টা শবনম রহমান স্বাতী প্রমুখ।

সমাবেশ পরিচালনা করেন সাংবাদিক জাহাঙ্গীর হোসেন। বক্তারা তনু হত্যার ঘটনায় তীব্র ক্ষোভ ও ঘৃণা প্রকাশ করেন।

আলাউদ্দিন আহমেদ/এসএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।