ভোলার দুই আসনে মনোনয়ন জমা দিলেন তোফায়েল ও শাওন
দ্বাদশ সংসদ নির্বাচনে ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ ও ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুর ১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে ভোলা জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আরিফুজ্জামনের কাছে মনোনয়নপত্র দাখিল করেন তোফায়েল আহমেদ ও বেলা ১১টার দিকে লালমোহন উপজেলায় সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা অনামিকা নজরুলের কাছে মনোনয়নপত্র দাখিল করেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।
আরও পড়ুন: স্বামীর আসনে স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন নিলেন যুবলীগ নেত্রী
নূরুন্নবী চৌধুরী শাওন মনোনয়নপত্র জমা দেওয়ার আগে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি জানান। এসময় তিনি বলেন, দ্বাদশ সংসদ নির্বাচন হবে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন। আর লালমোহন ও তজুমদ্দিনের সাধারণ মানুষ দল বেঁধে আগামী ৭ জানুয়ারি ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিবেন।
জুয়েল সাহা বিকাশ/জেএস/জেআইএম