ফরিদপুর-১ আসন

মনোনয়নপত্র জমা দিলেন স্বতন্ত্র প্রার্থী দোলন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৭:০২ পিএম, ৩০ নভেম্বর ২০২৩

ফরিদপুর-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আরিফুর রহমান দোলন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। তিনি দৈনিক ঢাকা টাইমস ও অনলাইন নিউজ পোর্টাল ঢাকা টাইমস টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক ও আওয়ামী লীগের সহযোগী সংগঠন কৃষকলীগের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুর ১২টার দিকে তিনি প্রথমে আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা রফিকুল হকের কাছে মনোনয়ন পত্র জমা দেন। পরে তিনি বোয়ালমারী ও মধুখালী উপজেলায় মনোনয়ন পত্র জমা দেন।

মনোনয়ন ফরম জমা প্রদান শেষে আরিফুর রহমান দোলন বলেন, মানুষের ভালোবাসায় বিপুল ভোটের মধ্য দিয়ে বিজয়ী হয়ে আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই আসনটি উপহার দিতে পারবো। মহান আল্লাহ সহায় থাকলে অবশ্যই সাধারণ মানুষের ভালোবাসা এবং বিপুল ভোটের মধ্য দিয়ে বিজয়ী হতে পারবো। ফরিদপুর-১ আসনের সর্বসাধারণ আমার কষ্টের প্রতিদান দেবেন বলেই আমি বিশ্বাস করি।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, ৩০ নভেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। মনোনয়নপত্র বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দ হবে। আর প্রচার শেষ করতে হবে ভোটের ৪৮ ঘণ্টা আগে। আগামী ৭ জানুয়ারি ভোটগ্রহণ হবে।

এন কে বি নয়ন/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।