ফরিদপুরের একমাত্র নারী প্রার্থী মাহমুদা বেগম

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৮:৫৯ এএম, ০১ ডিসেম্বর ২০২৩

ফরিদপুর জেলা চারটি আসনে মোট ২৬ জন প্রার্থী মনোনয়ন দখিল করেছেন। প্রতিটি আসনেই আছেন হেভিওয়েট প্রার্থী। এদের মধ্যে একমাত্র নারী প্রার্থী হলেন মহিলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহমুদা বেগম কৃক। তিনি ফরিদপুর-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে মধুখালীতে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন। রাত পর্যন্ত মোটরসাইকেল বহর নিয়ে আসনভুক্ত তিনটি উপজেলায় শোভাযাত্রাও করেন। সন্ধ্যায় বোয়ালমারী উপজেলার সহস্রাইল বাজারে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি নিজ এলাকার উন্নয়নের পাশাপাশি নারী সমাজের উন্নয়নে কাজ করবেন বলে জানান।

মনোনয়ন জমা দেওয়া হেভিওয়েট প্রার্থীরা হলেন, ফরিদপুর-১ আসনে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মো. আব্দুর রহমান (নৌকা), ফরিদপুর-২ আসনে জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক (নৌকা) ও শিল্পপতি এ কে আজাদ (স্বতন্ত্র), ফরিদপুর-৩ আসনে সাবেক সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীপুত্র শাহদাব আকবর চৌধুরী লাবু (নৌকা) এবং জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জামাল হোসেন মিয়া (স্বতন্ত্র) ও ফরিদপুর-৪ আসনে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহ (নৌকা) এবং যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী নিক্সন (স্বতন্ত্র)।

ফরিদপুর জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. হাবিবুর রহমান জাগো নিউজকে বলেন, ফরিদপুরের চারটি আসনে মোট ২৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে ফরিদপুর-১ আসনে সাত জন, ফরিদপুর-২ আসনে চারজন, ফরিদপুর-৩ আসনে আটজন এবং ফরিদপুর-৪ আসনে সাতজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে একজন মাত্র নারী প্রার্থী আছেন।

এন কে বি নয়ন/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।