জাঁকালো আয়োজনে শেষ হলো নরসিংদীর ‘বিজয় কনসার্ট’

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৩:৪৮ এএম, ১৩ ডিসেম্বর ২০২৩

ব্যাপক উৎসাহ উদ্দীপনা এবং আনন্দ উচ্ছ্বাসের মধ্যদিয়ে নরসিংদীতে ‘বিজয় কনসার্ট’ অনুষ্ঠিত হয়েছে। জাঁকালো আয়োজনে মঙ্গলবার (১২ ডিসেম্বর) দিনগত রাত সাড়ে ১১টার দিকে এ কনসার্ট শেষ হয়।

অনুষ্ঠানে আলোর ঝলকানি ও বিখ্যাত ব্যান্ড তারকাদের মন মাতানো গানের পরিবেশনা ছিল উপভোগ্য। বিনাটিকিটে বিখ্যাত শিল্পীদের গান উপভোগ করে সাধারণ মানুষ।

আজ ১২ ডিসেম্বর ‘নরসিংদী মুক্ত দিবস’। ১৯৭১ সালের এ দিনে সম্মুখযুদ্ধে পাক বাহিনীকে পরাজিত করে বিজয় উল্লাসে মেতে ওঠেন স্থানীয় বীর মুক্তিযোদ্ধারা। তাই দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে ও প্রাণ-আরএফএল গ্রুপের সহযোগিতায় এ বিজয় কনসার্টের আয়োজন করা হয়েছে।

আরও পড়ুন>> মুক্ত দিবস উপলক্ষে নরসিংদীতে বিজয় কনসার্ট

বিকেল থেকে নরসিংদী মুসলেহ উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে শুরু হয় বিজয় কনসার্ট। কনসার্টের ফাঁকে ফাঁকে নরসিংদী মুক্ত দিবসের ইতিহাসের সচিত্র প্রতিবেদন তুলে ধরা হয়। কনসার্ট দেখতে ৩০ হাজার মানুষের ধারণক্ষমতা সম্পন্ন স্টেডিয়ামটি কানায় কানায় ভর্তি হয়ে যায়। সাধারণ মানুষের উপস্থিতি আর উচ্ছ্বাসে স্টেডিয়াম প্রাঙ্গণ মিলন-মেলায় পরিণত হয়।

কনসার্টটি উপভোগ করেন নরসিংদী জেলা প্রশাসক ড. বদিউল আলম, পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান, জজ কোর্টের বিচারকরা, জেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, ব্যবসায়ী মুক্তিযোদ্ধা সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। কনসার্ট শেষ হওয়ার আগ মুহূর্তে বিভিন্ন রকমের আতশবাজি ফুটিয়ে বিজয়ের আনন্দ উপভোগ করা হয়।

কনসার্টের বিষয়ে সাধারণ মানুষকে অবগত করতে জেলাজুড়ে মাইকিং করা হচ্ছে। কনসার্ট শেষে রাতে ‘লেটস সেভ দ্য প্ল্যানেট’ কর্মসূচির আওতায় ‘ক্লিনআপ অ্যাক্টিভিটিজ অ্যাট বিজয় কনসার্ট’-এ অংশ নেবেন প্রাণ-আরএফএল গ্রুপের কর্মকর্তারা।

এরআগে দুপুর ১২টায় ‘লেটস সেভ দ্য প্ল্যানেট’ কর্মসূচির আওতায় ‘ক্লিনআপ অ্যাক্টিভিটিজ অ্যাট বিজয় কনসার্ট’ উদ্বোধন করেন নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোস্তফা মনোয়ার।

এসময় নরসিংদীর সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান, প্রাণ-আরএফএল গ্রুপ ডাঙ্গা ইন্ডাস্ট্রিয়াল পার্কের এক্সিকিউটিভ ডিরেক্টর মো. ফজলে রাব্বী, ম্যানেজার (অ্যাডমিন) মো. ফেরদৌস রহমান, সিনিয়র মার্কেটিং ম্যানেজার মো. আসিফ জামানসহ জেলা প্রশাসন ও প্রাণ-আরএফএল গ্রুপের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সঞ্জিত সাহা/এমএএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।