রাজবাড়ীতে হারানো একশো মোবাইল ফোন মালিককে ফিরিয়ে দিলো পুলিশ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ০৪:১১ পিএম, ১৪ ডিসেম্বর ২০২৩

রাজবাড়ীর পাঁচ থানায় হারানো একশো মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দুপুরে রাজবাড়ীর পুলিশ সুপার জি.এম. আবুল কালাম আজাদ উদ্ধার মোবাইলগুলো হস্তান্তর করেন।

এ সময় পুলিশ সুপার জি.এম. আবুল কালাম আজাদ বলেন, জেলা পুলিশের বিভিন্ন কার্যক্রমের মধ্যে মোবাইল উদ্ধার অন্যতম। মোবাইলের প্রকৃত মালিকের মুখে হাসি ফোটাতে গুরুত্বের সঙ্গে এই ফোনগুলো উদ্ধার করে হস্তান্তর করা হয়। পুলিশ সব সময় জনগণের জন্য কাজ করে। এই উদ্ধার করা মোবাইলগুলো তার প্রমাণ। জিডিমূলে দেশের বিভিন্ন স্থান থেকে একশো মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এখানে এক থেকে দেড় বছর আগে হারানো মোবাইলও রয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সদ্য পদন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার) মো. রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার মুকিত সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইফতেখারুজ্জামান, সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা প্রমূখ।

রুবেলুর রহমান/এফএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।