গাজীপুরে বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০১:২০ পিএম, ১৬ ডিসেম্বর ২০২৩

গাজীপুরের টঙ্গীতে বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু হয়েছেন। শনিবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে টঙ্গী পূর্ব থানার বিসিক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আয়নাল (৩৫) ও মো. আশরাফুল (৪৫)। আয়নাল নওগাঁর নেয়ামতপুর উপজেলার বালিচার গ্রামের কছিমদ্দিনে ছেলে ও আশরাফুল গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কাজলা গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ওই এলাকার আইএফএল গার্মেন্টসের নিরাপত্তা প্রহরী আয়নাল ও নির্মাণশ্রমিক মো. আশরাফুল সকালে লোহার রড দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করতে যান। এসময় অসাবধানতা বশত জাতীয় পতাকা টানানোর লোহার রডটি পাশে বিদ্যুতের তারে স্পর্শ লেগে আয়নাল ও আশরাফুল গুরুতর আহত হন। তাৎক্ষণিক তাদের উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

টঙ্গীর পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, সকালে জাতীয় পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুজন নিহত হয়েছেন। এ বিষয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আমিনুল ইসলাম/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।