গাজীপুরে রেললাইনে নাশকতায় ৩ আসামির দায় স্বীকার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৯:২৮ এএম, ১৮ ডিসেম্বর ২০২৩

গাজীপুরের শ্রীপুরে রেল লাইন কেটে নাশকতার ঘটনায় গ্রেফতার সাতজনের মধ্যে তিনজন দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছে।

রোববার (১৭ ডিসেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (ডিবি) বিভাগের উপ-কমিশনার (দক্ষিণ) নাজির আহমেদ খান।

আরও পড়ুন: রেললাইনে নাশকতার ঘটনায় কমলাপুর রেলওয়ে থানায় মামলা

তিনি জানান, গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ গাজীপুর মহানগর এলাকাসহ দেশের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে রেল লাইন কেটে নাশকতার সঙ্গে জড়িত যে সাতজনকে গ্রেফতার করেছে তাদের মধ্যে তিনজন জান্নাতুল ইসলাম, মেহেদী হাসান, শাহানুর আলম আদালতে দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছে।

তিনি আরও জানান, আসামিদের গ্রেফতারের পর সাতজনকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। সেখানে তিনজন রেল লাইন কেটে নাশকতার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছে।

আমিনুল ইসলাম/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।