টাঙ্গাইলে চলন্ত বাসে গণধর্ষণ : এক আসামির স্বীকারোক্তি


প্রকাশিত: ০২:১৩ পিএম, ০৪ এপ্রিল ২০১৬

টাঙ্গাইলের মধুপুরে চলন্ত বাসে পোশাক শ্রমিককে গণধর্ষণ মামলায় গ্রেফতারকৃত অপর আরেক আসামি রেজাউল করিম জুয়েল স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

সোমবার বিকেলে মামলার তদন্তকারী কর্মকর্তা হাসান মোস্তফা আসামি জুয়েলকে আদালতে হাজির করলে টাঙ্গাইলের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হামিদুল ইসলামের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। পরে ম্যাজিস্ট্রেট তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে গণধর্ষণের ঘটনায় দায়েরকৃত মামলায় গ্রেফতারকৃত ৩ আসামিকে গত শনিবার বিকেলে আদালতে হাজির করে পুলিশি রিমান্ডের আবেদন করেন। পরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ধর্ষক আব্দুল খালেক ভুট্টো স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

অপর দুই আসামি বাসের চালক হাবিবুর রহমান নয়ন ও সুপারভাইজার রেজাউল করিম জুয়েল প্রত্যেকে ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডের একদিন বাকি থাকতেই সুপারভাইজার রেজাউল করিম জুয়েল স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করায় তাকে জেল হাজতে পাঠানো হয়।

উল্লেখ্য, এক পোশাককর্মী শুক্রবার সকালে ধনবাড়ি বাসস্ট্যান্ড থেকে গাজীপুর যাওয়ার পথে বিনিময় পরিবহনের বাসের চালকসহ ৩ স্টাফ কর্তৃক গণধর্ষণের শিকার হয়। এ ঘটনায় ধর্ষিতার স্বামী বখতিয়ার ৯ জনকে আসামি করে ধনবাড়ি থানায় মামলা দায়ের করেন।

মামলার ওই রাতেই গোয়েন্দা পুলিশের সহযোগিতায় ধনবাড়ি থানা পুলিশ ঘটনার সঙ্গে জড়িত ৩ জনকে গ্রেফতার করে।

এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।