কালীগঞ্জে নতুন কারিকুলামে শিক্ষকদের ৭ দিনব্যাপী প্রশিক্ষণ
গাজীপুরের কালীগঞ্জে ডিসেমিনেশন অব নিউ কারিকুলাম স্কিমের আওতায় উপজেলা পর্যায়ে ৮ম ও ৯ম শ্রেণির বিষয়ভিত্তিক শিক্ষকদের ৭ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে।
ঢাকা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের সহযোগিতায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এ প্রশিক্ষণের আয়োজন করে।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকালে আয়োজিত এক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজিজুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ সরকারী শ্রমিক কলেজের অধ্যক্ষ মো. আতাউর রহমান। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা শিক্ষা কর্মকর্তা নায়লা খানম। প্রশিক্ষণটি সমন্বয় করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর-ই-জান্নাত।
এছাড়া প্রশিক্ষণ পরিদর্শন করেন শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নুসরাত জাহান, ডিটিসি (সংযুক্ত) আফজালুন্নেছা মুনমুন, সহকারী পরিদর্শক শামীমা ফেরদৌসী, ডিটিসি গাজীপুর সদরের তাহেরা আক্তার প্রমুখ।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, ডিসেমিনেশন অব নিউ কারিকুলামে ৩৫ জন প্রশিক্ষক উপজেলার ৭৩টি শিক্ষা প্রতিষ্ঠানের ৭৫৯ জন শিক্ষক প্রশিক্ষনার্থী অংশগ্রহন করেন। ২২ ডিসেম্বর থেকে কালীগঞ্জ রাজা রাজেন্দ্র নারায়ণ (আরআরএন) পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়ে হওয়া এ শিক্ষক প্রশিক্ষণ ৩০ ডিসেম্বর শেষ হবে।
আব্দুর রহমান আরমান/এনআইবি/জিকেএস