রাজবাড়ীতে বিদেশি পিস্তলসহ গ্রেফতার ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ০৯:২০ পিএম, ২৮ ডিসেম্বর ২০২৩

রাজবাড়ীতে বিদেশি পিস্তলসহ মো. রাতুল হক (২৫) ও হাসান মুন্না (৩০) নামে দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বিকেলে রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর রেলগেট ও মধুখালীতে অভিযান চালিয়ে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন, শেরপুর জেলা সদরের শেরপুর কালী বাজার বটতলার মো. নিজামুল হকের ছেলে মো. রাতুল হক ও শাপমারী গ্রামের আব্দুস সামাদ খানের ছেলে মেহেদী হাসান মুন্না।

রাজবাড়ী ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর রেলগেট এলাকা থেকে রাতুলকে বিদেশি পিস্তলসহ গ্রেফতার করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী ফরিদপুরের মধুখালীতে অভিযান চালিয়ে অস্ত্র সরবরাহকারী মুন্নাকে গ্রেফতার করা হয়েছে।

রুবেলুর রহমান/এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।