ব্যাডমিন্টন খেলার সময় এসআইয়ের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ০৮:২৭ এএম, ০১ জানুয়ারি ২০২৪

রাজবাড়ীর গোয়ালন্দে ব্যাডমিন্টন খেলার সময় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে জেলা পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) এসআই মনিরুজ্জামান মুন্সির (৫৮) মৃত্যু হয়েছে। রোববার (৩১ ডিসেম্বর) রাত সোয়া ৯টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত এসআই মনিরুজ্জামান ফরিদপুর নগরকান্দার হাসমত আলী মুন্সির ছেলে। তিনি গোয়ালন্দ ঘাট থানায় পুলিশের বিশেষ শাখায় (ডিএসবি) কর্মরত ছিলেন।

জানা গেছে, এসআই মনিরুজ্জামান থানা ক্যাম্পাসে ব্যাডমিন্টন খেলার মাঝে হঠাৎ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরিবারে তার স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়ে সন্তান রয়েছে। তার প্রথম জানাজা রাত সাড়ে ১১টার দিকে রাজবাড়ী পুলিশ লাইনে অনুষ্ঠিত হয়। এরপর তার মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।

রাজবাড়ীর পুলিশ সুপার জি.এম. আবুল কালাম আজাদ তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

রুবেলুর রহমান/এফএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।