নির্বাচনী ক্যাম্পে খাবারের আয়োজন, নৌকার সমর্থককে জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৯:০৯ এএম, ০১ জানুয়ারি ২০২৪

ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনে নির্বাচনী আচারণবিধি লঙ্ঘন করে খাবারের আয়োজন করায় নৌকা প্রতীকের সমর্থককে ৪ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৩১ ডিসেম্বর) বিকেলে সালথা উপজেলার রামকান্তপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহাদাৎ হোসেন। এ সময় নৌকা প্রতীকের সমর্থক মো. মঞ্জুরুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তিকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহাদাৎ হোসেন বলেন, ফরিদপুর-২ আসনের রামকান্তপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে নির্বাচনী ক্যাম্পে খাবার বিতরণের আয়োজন করা হয়। এতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নৌকার প্রার্থী শাহাদাব আকবর লাবু চৌধুরীর প্রতিনিধিকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

এন কে বি নয়ন/এফএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।