প্রচারণায় বাধার অভিযোগে স্বতন্ত্র প্রার্থীর সংবাদ সম্মেলন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ০৪:১৫ পিএম, ০২ জানুয়ারি ২০২৪

প্রচার-প্রচারণায় বাধা, ভয়ভীতি প্রদর্শন, হুমকি-ধমকিসহ নানা ষড়যন্ত্রের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন রাজবাড়ী-২ আসনের স্বতন্ত্র প্রার্থী কেন্দ্রীয় কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক নুরে আলম সিদ্দিকী হক।

মঙ্গলবার (২ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে রাজবাড়ী শহরে সংবাদ সম্মেলন করেন তিনি।

স্বতন্ত্র প্রার্থী নুরে আলম সিদ্দিকী বলেন, প্রার্থী হওয়ার পর থেকেই তিনি নানা ষড়যন্ত্রের শিকার হচ্ছেন। প্রথমে প্রার্থিতা বাতিল করা হলেও পরে আপিলে ফিরে পেয়েছেন। ওইসময় তার ১০টি দিন নষ্ট হয়েছে। প্রতীক বরাদ্দের পর থেকে তার প্রচার-প্রচারণায় বাধা, পোস্টার ছেঁড়া, হুমকি-ধমকি দিয়ে নির্বাচন বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র করা হচ্ছে।

এসময় ভোটারদের উদ্দেশে তিনি বলেন, আপনারা ভয়ভীতি ও হুমকি-ধমকিতে ভয় পাবেন না। নির্বাচন অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ করতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।

বাধা সত্ত্বেও সব রক্তচক্ষু উপেক্ষা করে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন জানিয়ে স্বতন্ত্র প্রার্থী নুরে আলম সিদ্দিকী বলেন, রাজবাড়ী-২ (পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী) আসনের দীর্ঘদিনের দুর্বৃত্তায়ন দূর করার সময় এসেছে। ফলে আমি আশাবাদী, শত বাধা, ষড়যন্ত্র ও ভয়ভীতি উপেক্ষা করে ৭ জানুয়ারি পাংশা, বালিয়াকান্দি ও কালুখালীর মানুষ তার ঈগল প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করবেন।

রুবেলুর রহমান/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।