রাজবাড়ী-২

ঈগল প্রার্থীর ওপর হামলাচেষ্টার অভিযোগে নৌকার সমর্থক আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ০৬:৪৬ পিএম, ০৫ জানুয়ারি ২০২৪

 

রাজবাড়ী-২ আসনে ঈগল প্রতীকের প্রার্থী কেন্দ্রীয় কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক নূরে আলম সিদ্দিকীর ওপর হামলা চেষ্টার অভিযোগে আবুল খায়ের (২৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় বালিয়াকান্দির সোনাপুর বাজার থেকে তাকে আটক করা হয়। আটক আবুল খায়ের কালুখালীর পুর্বফুল কান্নাইর পশ্চিম পড়া মালু মণ্ডলের ছেলে। তিনি নৌকা প্রতীকের একজন সমর্থক বলে জানা গেছে।

স্বতন্ত্র প্রার্থী নুরে আলম সিদ্দিকী জাগো নিউজকে জানান, সকাল সাড়ে ৭টার দিকে বালিয়াকান্দির নবাবপুরের সোনাপুর বাজারে তার গাড়ীর ওপর হামলার চেষ্টা করে নৌকার সমর্থক আবুল খায়ের সহ ১০/১২ জনের একটি গ্রুপ। এসময় স্থানীয় জনতা ও পুলিশের উপস্থিতি টের পেয়ে হামলাকারীরা পালিয়ে যায়। পরে তিনি বিষয়টি লিখিত ও মৌখিক ভাবে থানায় জানান।

বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, আবুল খায়ের নামে একজনকে আটক করা হয়েছে। পরবর্তী আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন।

রুবেলুর রহমান/এনআইবি/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।