ভোটকেন্দ্রের পাশে মিললো পাহারায় থাকা গ্রাম পুলিশের মরদেহ
রাজবাড়ীর বালিয়াকান্দির চর আরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের পাশ থেকে রঞ্জিত কুমার দে (৪৫) নামে এক গ্রাম পুলিশ সদস্যের গলায় মাফলার প্যাঁচানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৬ জানুয়ারি) সকালে বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
নিহত গ্রাম পুলিশ সদস্য রঞ্জিত কুমার দে বালিয়াকান্দির চর আরকান্দির শিবেন্দনাথ দে’র ছেলে।
জানা গেছে, রঞ্জিত কুমার দে রাতে বালিয়াকান্দির চর আরকান্দি প্রাথমিক বিদ্যালয়ে দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটকেন্দ্র পাহারা দিচ্ছিলেন। সেসময় তার সঙ্গে বিদ্যালয়ের নাইটগার্ড মো. ইউসুফ হোসেন ছিলেন। রাত আনুমানিক ৩টার দিকে গ্রাম পুলিশ রঞ্জিত প্রস্রাব করার জন্য স্কুলের পেছনে মেহগনি বাগানে যান। ৩০ মিনিট অতিবাহিত হলেও রঞ্জিত ফিরে না আসায় নাইটগার্ড তাকে ডাকাডাকি শুরু করেন। পরবর্তীতে খোঁজাখুঁজির একপর্যায়ে বিদ্যালয়ের টয়লেটের পাশে মেহগনি বাগানে গ্রাম পুলিশ রঞ্জিতের গলায় মাফলার প্যাঁচানো মরদেহ পাওয়া যায়।
এদিকে এ ঘটনার খবর পেয়ে রাজবাড়ী জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আবু কায়সার খান, পুলিশ সুপার জি.এম. আবুল কালাম আজাদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
রাজবাড়ী পুলিশ সুপার জি. এম. আবুল কালাম আজাদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্রাম পুলিশ সদস্যকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
রুবেলুর রহমান/এফএ/এমএস