ভোলা-৩ আসনের স্বতন্ত্র প্রার্থীর ভোট বর্জন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ভোলা
প্রকাশিত: ০১:৫৪ পিএম, ০৭ জানুয়ারি ২০২৪

ভোলা-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের জসিম উদ্দিন ভোট বর্জন করেছেন।

রোববার (৭ জানুয়ারি) বেলা সাড়ে ১২ টার দিকে জসিম উদ্দিন তার বাস ভবন থেকে ফেসবুক পেইজে তার স্ত্রীকে সঙ্গে নিয়ে একটি ভিডিও আপলোড করে এ ঘোষণা দেন তিনি।

ভিডিওতে জসিম উদ্দিন জানান, কয়েকটি কেন্দ্রে ভোট সুষ্ঠু হচ্ছে আর কয়েকটি কেন্দ্রে ভোট অনিয়ম হচ্ছে। তাই তিনি ভোট বর্জনের ঘোষণা দিচ্ছেন।

লালমোহন উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা তৌহিদুল ইসলাম জাগো নিউজকে জানান, এমন কোনো বিষয় স্বতন্ত্র প্রার্থী তাকে জানায়নি এবং ভোট বর্জনের বিষয়েও তিনি জানেন না। এছাড়া প্রার্থী লিখিতভাবেও ভোট বর্জন করেননি।

জুয়েল সাহা বিকাশ/এনআইবি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।