রাজবাড়ীর দুই আসনেই নৌকার জয়

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ০৫:০৬ এএম, ০৮ জানুয়ারি ২০২৪

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-১ ও রাজবাড়ী-২ আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। এ ফলাফলে রাজবাড়ী-১ আসনে জয়ী হয়েছেন (নৌকা) প্রতীকের প্রার্থী কাজী কেরামত আলী। তিনি ৯৭ হাজার ৩৪ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী (ট্রাক) প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ইমদাদুল হক বিশ্বাস। তিনি পেয়েছেন ৫৩ হাজার ১৩২ ভোট।

অন্যদিকে রাজবাড়ী-২ আসনে জয়ী হয়েছেন (নৌকা) প্রতীকের প্রার্থী মো. জিল্লুল হাকিম। তিনি ২ লাখ ৩১ হাজার ৮৮৪ ভোট পেয়ে বিজয়ী হন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী (ঈগল) প্রতীকের স্বতন্ত্র প্রার্থী নূরে আলম সিদ্দিকী হক। তিনি পেয়েছেন ৪৬ হাজার ৪৬৬ ভোট।

রোববার (৭ জানুয়ারি) রাত সোয়া ৯টার দিকে রাজবাড়ী রির্টানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবু কায়সার খান তার কার্যালয়ে এ ফলাফল ঘোষণা করেন।

এর আগে সকাল ৮টায় শুরু হওয়া ভোট শেষ হয় বিকেল ৪টায়। এরপর শুরু হয় গণনা।

রাজবাড়ী-১ ও রাজবাড়ী-২ আসনে মোট ভোটার ৯ লাখ ৩২ হাজার ৪৯৯ জন। আসনটির ৩৫০ ভোটকেন্দ্রের ২ হাজার ১৫০ ভোটকক্ষে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ করা হয়।

রুবেলুর রহমান/এমআইএইচএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।