বীরগঞ্জে ৮ জুয়ারি আটক


প্রকাশিত: ০৮:০৩ এএম, ০৬ এপ্রিল ২০১৬

দিনাজপুরের বীরগঞ্জে জুয়া খেলার সময় ৮ জুয়ারিকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে নগদ ৪ হাজার ৯২৯ টাকা জব্দ করা হয়। মঙ্গলবার রাত ২টায় উপজেলার মরিচা ইউনিয়নের ডাবরা ডিনেশ্বরী গ্রামের নমির উদ্দিনের বাড়ি থেকে তাদেরকে আটক করে পুলিশ।

আটকরা হলেন, উপজেলার মরিচা ইউনিয়নের ডাবরা ডিনেশ্বরী গ্রামের মৃত আকবর আলী মন্ডলের ছেলে হাজী মো. নমির উদ্দিন (৪৫), একই এলাকার সাদেক আলীর ছেলে আমিনুল ইসলাম (২৫), মৃত রহিম উদ্দিনের ছেলে মো. জহিরুল ইসলাম (৩৫), সমারু চন্দ্র রায়ের ছেলে নারায়ন চন্দ্র রায় (৩৩), শালবাড়ী ডাবরা গ্রামের মৃত দোখুল বর্মনের ছেলে জিতেন বর্মন (২৮), মো. আবুল ইসলামের ছেলে মো. সিরাজ উদ্দিন (৪০), মৃত আব্দুল করিমের ছেলে মো. আজিজুল ইসলাম (৩৫), মরিচা চৌধুরী পাড়া গ্রামের মো. আব্দুল হাইয়ের ছেলে মো. নুর ইসলাম (৩২)।

বীরগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. মশিউর রহমান জানান, জুয়া খেলার গোপন সংবাদ পেয়ে মঙ্গলবার রাত আনুমানিক ২টায় উপজেলার মরিচা ইউনিয়নের ডাবরা ডিনেশ্বরী গ্রামের নমির উদ্দিনের বাড়িতে অভিযান চালাই। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় ৮ জুয়ারিকে আটক করা হয়। ঘটনাস্থল থেকে নগদ ৪ হাজার ৯২৯টাকাসহ জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করা হয়।

বীরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে এএসআই মো. মশিউর রহমান বাদী হয়ে বীরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।

এমদাদুল হক মিলন/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।