টাঙ্গাইলে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে ২ চরমপন্থি নিহত


প্রকাশিত: ০৮:৫৪ পিএম, ০৬ এপ্রিল ২০১৬

টাঙ্গাইল সদর উপজেলার বাঘিল ইউনিয়নের যুগনী হাটখোলা এলাকায় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে চরমপন্থি দলের লিডার ফজলু ড্রাইভার (৪০) ও তার সহযোগী উজ্জ্বল (৩৫) নিহত হয়েছে। এসময় চরমপন্থিদের ব্যবহৃত একটি পিস্তল ও একটি রিভলবার উদ্ধার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় টাঙ্গাইল র‌্যাব-১২ এর দুই সদস্যও গুরুতর আহত হয়েছেন। তাদের টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

টাঙ্গাইল র‌্যাব-১২ সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার মহিউদ্দিন ফারুকী জানান, চরমপন্থি দলের সদস্যরা ঘটনাস্থলে বৈঠক করছে এমন সংবাদের ভিত্তিতে র‌্যাবের সদস্যরা অবস্থান নিলে চরমপন্থিরা টের পেয়ে গুলি ছোড়ে।

এসময় র‌্যাবও পাল্টা গুলি ছুড়লে দুই চরমপন্থি সদস্য নিহত হয়। এসময় ঘটনাস্থল থেকে দুইটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। নিহত ফজলুর বিরুদ্ধে ২০টি হত্যা মামলা রয়েছে বলে তিনি জানান।

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।