যশোরে পুলিশ কর্মকর্তার ওপর কাউন্সিলরের নেতৃত্বে হামলা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০৬:৩৭ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০২৪

যশোরের মণিরামপুর থানার সেকেন্ড অফিসার আবু বক্কর দায়িত্ব পালনের সময় হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে পৌরসভার সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, মণিরামপুর কাপুড়িয়া পট্টিতে মোশাররফ নামের এক ব্যক্তির কাপড়ের দোকানে লুটপাট ও অবরুদ্ধের সংবাদ পেয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে যান উপ-পরিদর্শক (এসআই) আবু বক্কর। তারা ঘটনাস্থলে পৌঁছালে স্থানীয় আদম আলী ও ওয়ার্ড কাউন্সিলর বাবুল আক্তারের নেতৃত্বে লোকজন হামলা করেন।

হামলার শিকার এসআই আবু বক্কর বলেন, ‘মোশাররফ হোসেনের ফোন পেয়ে ওসি স্যারকে জানালে তিনি আমাকে ফোর্স নিয়ে ঘটনাস্থলে যেতে বলেন। তাত্ক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছালে আদম আলী ও কাউন্সিলর বাবুল আক্তার শতাধিক লোকজন নিয়ে আমাদের ওপর হামলা করেন। এসময় কাউন্সিলর বাবুলকে ধরে ফেলি। তখন সঙ্গে থাকা লোকজন কিল-ঘুসি, ধাক্কা মেরে তাকে নিয়ে পালিয়ে যান। পরে কয়েকজনকে আটক করা হয়।’

ফোন বন্ধ থাকায় কাউন্সিলর বাবুল আক্তারের বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মেহেদী মাসুদ বলেন, অভিযানে থাকার সময় একটু ধাক্কাধাক্কি লেগেছে।

মিলন রহমান/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।