কারাভোগ শেষে দেশে ফিরলেন ভারতীয় যুবক

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি হিলি (দিনাজপুর)
প্রকাশিত: ০৩:৪৩ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০২৪

অবৈধ অনুপ্রবেশ ও মাদক মামলায় এক বছর কারাভোগের পর ভারতে ফিরে গেলেন দিদারুল ইসলাম (২৬) নামের এক ভারতীয় যুবক।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে হিলি সীমান্তের মেইন পিলারের কাছে হিলি ইমিগ্রেশন পুলিশ ভারতীয় ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। এসময় উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনী উপস্থিত ছিলেন।

দিদারুল ইসলাম ভারতের দক্ষিণ দিনাজপুর ভীমপুর খারুন এলাকার সামসুল ইসলামের ছেলে।

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, ২০২২ সালের আগস্ট মাসে বিরামপুর উপজেলা ভাইগড় সীমান্ত এলাকায় দিয়ে মাদক পাচারের সময় বিজিবির হাতে আটক হন দিদারুল ইসলাম। আটকের পর তাকে পুলিশের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। পরে অবৈধ অনুপ্রবেশের দায়ে এক বছর ও মাদক মামলায় এক বছর সাজা দেন আদালত। একই সঙ্গে দুই মামলার সাজা চলায় এক বছরে তার সাজার মেয়াদ শেষ হয়। পরে তাকে নিজ দেশে হস্তান্তর করা হয়।

এম এ আর এইচ মো. মাহাবুর রহমান/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।