শার্শায় অনিয়মের অভিযোগে ৩ ক্লিনিক সিলগালা
যশোরের শার্শায় অনিয়মের অভিযোগে তিনটি অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে শার্শা উপজেলার নাভারণ হাসপাতাল এলাকায় স্বাস্থ্য বিভাগ অভিযান পরিচালনা করে এ সিদ্ধান্ত নেয়।
উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, বিভিন্ন অনিয়মের কারণে বুরুজবাগান (প্রাঃ) জেনারেল হাসপাতাল, পল্লী ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার ও মুক্তি ক্লিনিকে অপারেশন থিয়েটার সাময়িক ভাবে সিলগালা করে বন্ধ ঘোষণা করা হয়।
এসময় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আব্দুস সালাম বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের জারিকৃত আদেশ ক্রমে বিভিন্ন অনিয়মের কারণে ৩টি অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অপারেশন থিয়েটার সাময়িক ভাবে সিলগালা করা হয়েছে। আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মো. জামাল হোসেন/এনআইবি/এমএস/এমএস