নরসিংদীতে ঘরে ঢুকে গৃহিণীকে গলা কেটে হত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নরসিংদী
প্রকাশিত: ০৯:৫৮ পিএম, ২৬ মার্চ ২০২৪

নরসিংদীর পলাশে বেডরুমে ঢুকে দেলোয়ারা বেগম (৫০) নামের এক গৃহিণীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (২৬ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে পলাশ উপজেলার চন্দ্রগরদী গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত দেলোয়ারা ওই গ্রামের মৃত মালেক দেওয়ানের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, দেলোয়ারা বেগমের স্বামী মারা যাওয়ার পর সংসারের অভাব ঘোচাতে তার দুই ছেলে বিদেশে পাড়ি জমান। মেয়েদের বিয়ে হওয়ার পর তিনি একাই বাড়িতে বসবাস করতেন। প্রতিদিনের মতো মঙ্গলবার মাগরিবের নামাজের পর তরকারি কাটছিলেন। এরই মধ্যে সন্ধ্যা ৭টার দিকে নিজ কক্ষে তার গলাকাটা মরদেহ দেখতে পান প্রতিবেশীরা। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকতিয়ার উদ্দিন বলেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে। আশা করছি স্বল্প সময়ের মধ্যে রহস্য উন্মোচন হবে।

সঞ্জিত সাহা/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।