পলাশে দিন মজুর হত্যা : ৩০ জনের বিরুদ্ধে মামলা


প্রকাশিত: ০২:২৩ পিএম, ১৬ এপ্রিল ২০১৬

নরসিংদীর পলাশে দিনমজুর জহিরুল ইসলামকে (৩২) হত্যার ঘটনায় ৩০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। শনিবার সন্ধ্যায় নিহতের স্ত্রী রোজিনা আক্তার বাদী হয়ে পলাশ থানায় এই মামলা দায়ের করেন।

এর আগে গত বৃহস্পতিবার রাতে পলাশের ডাঙ্গা ইউনিয়নের গালিমপুর গ্রামে দুই শিশু সন্তানকে নিয়ে বৈশাখী মেলা শেষে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের হামলায় নিহত হয় দিনমজুর জহিরুল ইসলাম। নিহত জহিরুল গালিমপুর গ্রামের কাঠমিস্ত্রি মৃত শামসুল মিয়ার ছেলে।

পুলিশ জানায়, মামলার এজাহারে বাদী উল্লেখ করেছেন জমি সংক্রান্ত বিষয় নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে আসামিরা জহিরুল ইসলামকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে।

মামলায় এজাহারনামীয় আসামি করা হয়েছে ২২ জনকে, আর অজ্ঞাত আসামি করা হয়েছে ৭ থেকে ৮ জনকে।

পলাশ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, ৬ বছর পূর্বে নিহতের বাবাকেও সন্ত্রাসীরা নির্মমভাবে হত্যা করেছিল। খুনীদের গ্রেফতারের চেষ্টা করছে।

সঞ্জিত সাহা/ এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।