চুয়াডাঙ্গায় ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০২:৪৯ পিএম, ০৬ এপ্রিল ২০২৪
প্রতীকী ছবি

চুয়াডাঙ্গায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার ( ৬ এপ্রিল) সকাল ১০টার দিকে সাগরদাড়ি এক্সপ্রেস ট্রেনে এ দুর্ঘটনা ঘটে।

রেলওয়ে গেটের অদূরে

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত বৃদ্ধের আনুমানিক বয়স ৬০ বছর। সে সকাল থেকেই রেললাইনের আশপাশে ঘোরাঘুরি করছিলেন। পরে সকাল ১০টার দিকে রাজশাহীগামী সাগরদাড়ি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়।

চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মাসুদ রানা জাগো নিউজকে বলেন, মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ ফাড়িতে রাখা হয়েছে। অজ্ঞাত বৃদ্ধের পরিচয় শনাক্তে ঝিনাইদহের পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনকে (পিবিআই) জানানো হয়েছে।

হুসাইন মালিক/এনআইবি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।