বগুড়ায় বিউটিশিয়ানকে পিটিয়ে হত্যা


প্রকাশিত: ১১:৪৯ এএম, ১৯ এপ্রিল ২০১৬

বগুড়া শহরের বৃন্দাবন পাড়ায় জেসমিন আক্তার তুহিন (৩২) নামে এক বিউটিশিয়ানকে পিটিয়ে হত্যা করেছে তার স্বামী। মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে। নিহত তুহিন একই এলাকার আব্দুল গফুরের স্ত্রী এবং তিন্নি বিউটি পার্লারের স্বত্বাধিকারী। তার বাবার নাম মোখলেছুর রহমান।

ঘটনার পর থেকে অভিযুক্ত আব্দুল গফুর পলাতক রয়েছেন। খবর পেয়ে মঙ্গলবার সকালে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

নিহতের ভাই সুজন মিয়া জানান, পারিবারিক কলহের জের ধরে ভোরে স্বামী ও স্ত্রীর মধ্যে ঝগড়া শুরু হয়। এক পর্যায়ে তার বোন তুহিনকে পিটিয়ে হত্যা করে মরদেহ ঘরে ফেলে রেখে আব্দুল গফুর পালিয়ে যায়। তার হাতে ও শরীরে সিগারেটের ছ্যাকা দেয়ার দাগ রয়েছে। এ বিষয়ে থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।

সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম জানান, পারিবারিক কলহের জের ধরে আব্দুল গফুর তার স্ত্রী তুহিন বেগমকে পিটিয়ে হত্যা করেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। তার শরীরে একাধিক জখমের দাগ রয়েছে।

এআরএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।